পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পুতিনের কঠোর হুঁশিয়ারি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ছবি: মেহের নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে, তাহলে মস্কো তার পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সম্প্রতি বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দিলেন।

পুতিন স্থানীয় সময় বুধবার (৫ নভেম্বর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশ দিয়ে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে বিশদ মূল্যায়ন করতে এবং সম্ভাব্য পদক্ষেপের প্রাথমিক প্রস্তাব পেশ করতে বলেন।

ক্রেমলিন প্রকাশিত ওই বৈঠকের নথিতে বলা হয়- পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে রাশিয়া সমান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

তার ভাষায়, এ বিষয়ে আমি নির্দেশ দিচ্ছি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো অতিরিক্ত তথ্য সংগ্রহ করে, নিরাপত্তা পরিষদের বিশ্লেষণের জন্য উপস্থাপন করে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিমূলক প্রথম ধাপের প্রস্তাব জমা দেয়।

পুতিন বলেন, ওয়াশিংটন বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা-নিষিদ্ধ চুক্তির (CTBT) অন্য কোনো সদস্য দেশ যদি পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে মস্কো তার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

পুতিনের এই হুঁশিয়ারি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আদেশের প্রতিক্রিয়া হিসেবে।

গত ৩০ অক্টোবর এক ভাষণে ট্রাম্প ১৯৯২ সাল থেকে অব্যাহত থাকা পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দেন। এ সময় এই যুক্তি দেন যে, এটি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে সমান ভিত্তি নিশ্চিত করবে।

ট্রাম্প এমন সিদ্ধান্ত দেন রাশিয়ার নতুন ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করার কয়েক দিনের মধ্যেই। রুশ ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক শক্তিচালিত এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

রাশিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে ক্রেমলিন সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্র আগে উদ্যোগ নিলে রাশিয়াও তার অবস্থান পুনর্বিবেচনা করবে। সূত্র: তাস ও মেহের নিউজ