২০২৬ সালে সরকারি ছুটি কত দিন, জানালেন প্রেস সচিব
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
ছবি- সংগৃহীত
শেষ হতে চলল ২০২৫ সাল। অপেক্ষার প্রহর গুনছে ২০২৬। এমনই আবহে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন।
এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার; আর মূল ছুটি হবে ১৭ দিন।
এর আগে, ২০২৫ সালে সরকারি ছুটি ছিল মোট ২৬ দিন। এর মধ্যে ১২ দিন ছিল সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটি ছিল ১৪ দিন।
অর্থাৎ আগামী বছর সরকারি ছুটি বাড়ছে দুই দিন।
