ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের
এডিস মশা। ছবি- সংগৃহীত

এডিস মশাবাহিত মরণঘাতী রোগ ডেঙ্গু চোখ রাঙিয়ে যাচ্ছে প্রতিদিনই। অনেকটা নিরবেই কেড়ে নিচ্ছে প্রাণ। গত ২৪ ঘণ্টায় এই রোগে মৃত্যু হয়েছে ৫ জনের। তার আগের ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১০ জনের। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৭১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে ৭৬ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।এর মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের। 

এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই সময়ে প্রাণ হারান ১,৭০৫ জন।