জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখালেও জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে এক বছরেও খোলস ছেড়ে বের হতে পারেননি কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের ক্রিকেটারদের স্কিলে উন্নতি ঘটাতে সহকারী কোচ হিসেবে গেল বছরের ৫ নভেম্বর সিনিয়র এই কোচকে দায়িত্ব দেয়া হলেও বাস্তবিকপক্ষে দলের পরিস্থিতি আরও করুন হয়ে গিয়েছে সালাউদ্দিনের অধীনে।
সম্প্রতি আসন্ন আয়ারল্যান্ড সিরিজে সিনিয়র এই কোচকে এসিস্ট করার জন্য ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। বোর্ডের এই সিদ্ধান্ত নেয়ার একদিন পরই আবারো আলোচনায় উঠে এলেন সালাউদ্দিন।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পরই সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন তিনি। যদিও বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন এখনো পদত্যাগপত্র পাননি তারা।
২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তি ছিল সালাউদ্দিনের। কিন্তু তার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
