বার্সাকে রুখে দিল ব্রুগা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
বার্সাকে রুখে দিল ব্রুগা
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের চতুর্থ ম্যাচ ডেতে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইয়ান ব্রেডেল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলে।

অর্থনৈতিক বৈষম্য বা দুই দলের মধ্যেকার শক্তিমত্তার বিশাল ব্যবধানকে তুচ্ছ করে ক্লাব ব্রুগা প্রমাণ করলো যে ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। কাতালান জায়ান্টদের হয়ে তরুণ তারকা লামিনে ইয়ামাল এক গোল করার পাশাপাশি অন্য একটিতে মুখ্য ভূমিকা রাখলেও, স্বাগতিকদের দুর্দান্ত লড়াকু মনোভাবের কাছে শেষ পর্যন্ত বার্সেলোনাকে ড্র মেনে নিতে হয়।

সাম্প্রতিক পারফরম্যান্সেও যেখানে বার্সা অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল, আর ব্রুগা বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল, সেখানে ঘরের মাঠে ব্রুগা সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয়।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনার বল পজিশন বেশি থাকলেও, ব্রুগার গতিময় ফুটবল বার্সার রক্ষণকে বারবার চাপে ফেলে।

৬ষ্ঠ মিনিটে নিকোলা ট্রেসোল্ডির কোনাকুনি শটে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে মাত্র দুই মিনিট পরেই ফেরান তোরেসের গোলে দ্রুত সমতা ফেরে বার্সা।

১৭তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড কার্লোস গোল করে ব্রুগাকে আবারও এগিয়ে দেন।

প্রথমার্ধে ফেরান তোরেসসহ বার্সার একাধিক খেলোয়াড় গোলের সুযোগ নষ্ট করায় ২-১ স্কোরলাইনে বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সা। ৬১তম মিনিটে লামিনে ইয়ামাল নিজের জাত চিনিয়ে এক অসাধারণ একক গোল করেন। ডি বক্সের বাইরে দুজনকে কাটিয়ে পাস এবং দ্রুত ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে আরও দুজনকে এড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন।

কিন্তু এই সমতা মাত্র দুই মিনিট স্থায়ী হয়। ৬৩তম মিনিটে ফোর্বস তার দ্বিতীয় গোল করে ব্রুগাকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন।

৭৭তম মিনিটে ইয়ামালের নেওয়া কোণাকুণি শট গোলমুখে থাকা ব্রুগার উইঙ্গার ক্রিস্টোস জলিসের মাথা ছুঁয়ে জালে জড়িয়ে গেলে বার্সেলোনা আবারও ৩-৩ সমতা নিয়ে আসে। গোলটি আত্মঘাতী হিসেবে গণ্য হয়।

ম্যাচের সবচেয়ে বড় নাটকীয়তা ছিল যোগ করা সময়ে। গোলরক্ষক সেজনির পা থেকে বল ছিনিয়ে নিয়ে রোমিও ভারমেন্ট গোল করলেও, ভিএআর-এর হস্তক্ষেপে ফাউলের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-৩ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের পর চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা ১১ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ক্লাব ব্রুগা রয়েছে ২৪ নম্বরে।