উন্মোচিত হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
উন্মোচিত হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর বসতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের আসর। সময় অনেক বাকি থাকলেও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বকাপের উন্মাদনা। আর সেই উন্মাদনার অংশ হিসেবে উন্মোচিত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপের জার্সি।

আসন্ন বিশ্বকাপে এখন পর্যন্ত সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ২৮টি দেশ। এর মধ্যে অংশ নিতে যাওয়া ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

আর্জেন্টিনার নতুন এই জার্সিতে থাকছে ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ। ক্লাসিক নীল ডোরাকাটার উপর রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ইফেক্ট, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি থাকবে হালকা রঙের মিশ্রণ। নকশাটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সির রঙ থেকে অনুপ্রাণিত।

গলার পেছনে যোগ করা হয়েছে বিশেষ এক স্মারক চিহ্ন ‘১৮৯৬’। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষের প্রতীক।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপের ২৩ তম আসরের পর্দা নামবে ১৯ জুলাই।