বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
সালাহউদ্দিন আহমদ। ছবি- সংগৃহীত
বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
তিনি জানান, সিলেট-৫, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিএনপি ওই আসনে কোনো প্রার্থী দেবে না।
বিপি/ এএস
আরও খবর
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ১৪ ঘণ্টায় এল কত টাকা
স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘ভোটে লড়লে’ ব্যবস্থা নেবে বিএনপি
জমিয়তকে ৪ আসন দিল বিএনপি
‘প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেয়ে মতাদর্শিক রাজনীতিতে সক্রিয়’