অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ১৪ ঘণ্টায় এল কত টাকা
নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার পর ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার একাউন্টে বহু মানুষ টাকা পাঠাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তা চাওয়ার মাত্র ১৪ ঘণ্টায় তার অ্যাকাউন্টে কত টাকা এসেছে সেই তথ্য জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় দেওয়া পোস্টে তাসনিম জারা লিখেছেন, মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকের ও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত। আমাদের টার্গেট ৪৬,৯৩,৫৮০ টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দিবো।ৎ
‘আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট সোমবার দিনগত রাত ২টার সময় শেষ হয়ে গেছে। যারা এখনও অনুদান পাঠাতে চাচ্ছেন কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবেন।’
তিনি আরও লিখেছেন, আমি শুরু থেকেই একটি প্রতিশ্রুতি দিয়েছি যে এই ফান্ডরেইজিং হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে। এটা নিশ্চিত করতে আমরা কী কী করছি?
১. আমরা ক্যাশ ডোনেশন না নিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ডোনেশন নিচ্ছি। তাই আমাদের প্রাপ্ত প্রতিটি টাকার একটি রেকর্ড থাকছে, যা আমার টিমের দ্বারা তৈরি না বরং বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। এই রেকর্ড ভবিষ্যতে যাচাইযোগ্য থাকবে।
২. আমরা আপনাদেরকে নিয়মিত জানাচ্ছি যে এখন পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ হয়েছে। কোন মাধ্যমে কত টাকা এসেছে। এই সকল ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে আমরা জমা দিবো। নির্বাচন কমিশন এটা যাচাই করতে পারবেন।
৩. কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তা আপনাদেরকে স্পষ্ট করে জানানো হবে।
এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করতে কারও পরামর্শ থাকলে জানাতে আহ্বান জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
বিপি/আইএইচ
আরও খবর
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন রুমিন ফারহানা
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে
স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘ভোটে লড়লে’ ব্যবস্থা নেবে বিএনপি
জমিয়তকে ৪ আসন দিল বিএনপি