1. হোম
  2. রাজনীতি

বানের জলের মতো টাকা ঢুকছে তাসনিম জারার একাউন্টে

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ এএম
বানের জলের মতো টাকা ঢুকছে তাসনিম জারার একাউন্টে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নির্বাচনী খরচের জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তার পর ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে ডা. জারা জানান, মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে ১২ লাখ টাকারও বেশি সংগৃহীত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, ‘মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। আপনারা এতটা অভূতপূর্বভাবে পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

এর আগে ভিডিওবার্তায় ডা. জারা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির কড়া সমালোচনা করে বলেন, ‘বাস্তবে শোনা যায় একেকজন প্রার্থী নির্বাচনে ২০ থেকে ৫০ কোটি টাকা খরচ করেন, অথচ নির্বাচন কমিশনে গিয়ে ২৫ লাখ টাকার মিথ্যা হিসাব দেন। ফলে অধিকাংশের সংসদ যাত্রা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যার মাধ্যমে। আমি এই অসততার রাজনীতি করবো না।’

তিনি প্রতিজ্ঞা করেন যে, নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সীমার বাইরে তিনি একটি টাকাও খরচ করবেন না। তার নির্বাচনী আসনে প্রায় ৪ লাখ ৭০ হাজার ভোটারের বিপরীতে কমিশন নির্ধারিত ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি। এই অর্থ তিনি জনগণের কাছ থেকেই সংগ্রহের ঘোষণা দেন।

জারা মনে করেন, জনগণের টাকায় ক্যাম্পেইন করে নির্বাচনে জেতা সম্ভব—এমন একটি উদাহরণ তৈরি করা গেলে ভবিষ্যতে সৎ ও যোগ্য মানুষরা রাজনীতিতে আসার সাহস পাবেন। তিনি বলেন, ‘এই লড়াইটা আমরা মিলে করলেই জিতে যাবো। আমি একটি আসনের জন্যও দৃষ্টান্ত দেখাতে চাই যে, সৎভাবে নির্বাচন করা সম্ভব।’

সততা ও স্বচ্ছতার এই আহ্বানে দেশ-বিদেশের অসংখ্য মানুষ তাকে সমর্থন জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন।