১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের
জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জাপার নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান।
গত ৯ ডিসেম্বর আত্মপ্রকাশ করা এই জোটে মোট ১৮টি দল রয়েছে। এনডিএফের শরিক দলগুলো হলো জাপার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।
সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ও এনডিএফের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।
বিপি/আইএইচ
আরও খবর
‘বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে পূর্ণাঙ্গ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলা হবে’
অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ১৪ ঘণ্টায় এল কত টাকা
বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে
স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘ভোটে লড়লে’ ব্যবস্থা নেবে বিএনপি
জমিয়তকে ৪ আসন দিল বিএনপি