1. হোম
  2. আইন-আদালত

ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
ফয়সালের সহযোগী কবির ফের রিমান্ডে
ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করা হয়। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ পুনরায় রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে কবিরকে আটক করে র‍্যাব। পরে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি সেখানে মারা যান।

হাদির মৃত্যুর পর হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এ ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় অপরাধমূলক ষড়যন্ত্রসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিপি/এএস