তারেক রহমানকে সংবর্ধনা
খুলনা থেকে আসছেন ১০ হাজার নেতাকর্মী, আবেদন বিশেষ ট্রেনের
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং ঢাকা অভিমুখী সংবর্ধনা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। খুলনা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা যাবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে খুলনা-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছে রেল সচিবের কাছে। প্রস্তাব অনুযায়ী, ট্রেনটি বুধবার রাতে খুলনা ছেড়ে যাবে এবং কর্মসূচি শেষে বৃহস্পতিবার রাতে ফিরবে। বিশেষ ট্রেনের অনুমতি মিললে অগ্রিম ভাড়ার মাধ্যমে এটি নিশ্চিত করা হবে।
ট্রেনের পাশাপাশি সড়কপথে যাতায়াতের জন্যও চলছে বিশাল কর্মযজ্ঞ। মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত একটি করে বাস ভাড়া করা হচ্ছে। জনবহুল ওয়ার্ডগুলো থেকে দুটি করে বাস পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অঙ্গসংগঠনগুলোর জন্য আলাদা বাস এবং ছোট ছোট গ্রুপে যাতায়াতের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করা হচ্ছে।
শুক্রবার রাতে খুলনা মহানগর বিএনপির এক সাংগঠনিক সভায় এসব প্রস্তুতি চূড়ান্ত করা হয়। স্থানীয় নেতারা জানান, যাতায়াতের চাপ সামলাতে অনেক নেতাকর্মীকে ব্যক্তিগত ব্যবস্থাপনায় আগেভাগেই ঢাকা পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাসের যাবতীয় খরচ স্থানীয় নেতারাই বহন করবেন বলে জানা গেছে।
সাধারণ মানুষকে এই উদযাপনে সম্পৃক্ত করতে খুলনায় টানা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় মহানগর বিএনপির পক্ষ থেকে বিশাল ‘শুভেচ্ছা মিছিল’-এর আয়োজন করা হয়ছে। আর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নগরীর পাঁচটি থানা এলাকায় বর্ণাঢ্য র্যালি এবং অঙ্গসংগঠনগুলোর বিশেষ প্রচার মিছিল হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, ‘তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি অন্তত ১০ হাজার মানুষ খুলনা থেকে সরাসরি ঢাকা কর্মসূচিতে যোগ দেবেন।’
সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বিশেষ ট্রেনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে বাস ভাড়ার কাজও শেষ পর্যায়ে।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর দুপুরে তারেক রহমান ঢাকা অবতরণ করবেন। তাকে বরণ করে নিতে দেশজুড়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
আরও খবর
‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গড়ার ৫ মন্ত্র বাতলে দিলেন মির্জা গালিব
সামনের দিনগুলো ভালো নয়, সজাগ থাকতে হবে: তারেক রহমান
ফ্যাসিবাদের অন্ধকার পেরোলেও শঙ্কা কাটেনি: রিজভী
মবোক্রেসি দেখতে চাই না, সালাহউদ্দিনের কঠোর বার্তা
বগুড়া-৭ থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ