1. হোম
  2. রাজনীতি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

২০০৭ সালের এক এগারোতে রাজনৈতিক পটপরিবর্তন ও এরপর আওয়ামী সরকারের আমলে শতাধীক মামলা দিয়ে এক প্রকারে নির্বাসনে রাখা হয় তারেক রহমানকে। ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর দেশে ফেরাটাই তার হয়ে ইঠেছিল একেবারেই অনিশ্চিত।

গেল বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার মামলার বিরুদ্ধে আপিল করা হলে সবগুলো মামলা খারিজ হয়ে যায়। 

সব কিছু ঠিক থাকলে আগামী ৩৫ ডিসেম্বর স্বপরিবারে দেশে আসছেন তারেক রহমান।