যৌনপল্লি উচ্ছেদের গল্প ‘রঙবাজার’-এর ফাস্ট লুক প্রকাশ
শিদ পলাশ পরিচালিত নতুন সিনেমা ‘রঙবাজার’–এর ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে। নির্মাতা তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে ফাস্ট লুক প্রকাশের ঘোষণা দেন।
তিনি জানান, সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ফাস্ট লুক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শিগগিরই সিনেমাটির টিজার প্রকাশ করা হবে বলেও জানান নির্মাতা।
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রঙবাজার’-এর গল্প। সিনেমার অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিন। মাদক কারবারির চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু।
তামজিদ অতুলের গল্প ও ভাবনা থেকে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
বিপি/ এএস