1. হোম
  2. রাজনীতি

ফ্যাসিবাদের অন্ধকার পেরোলেও শঙ্কা কাটেনি: রিজভী

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
ফ্যাসিবাদের অন্ধকার পেরোলেও শঙ্কা কাটেনি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

ফ্যাসিবাদের ঘন কালো সময় পার হলেও দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে শঙ্কা পুরোপুরি কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ একটি গভীর অন্ধকার সময় অতিক্রম করেছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, মতামত প্রকাশ বা বক্তব্য দেওয়ার কারণে কারও ওপর হামলা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদের সময়েও এ ধরনের ঘটনা ঘটছে, যা গভীর উদ্বেগের বিষয়।

বিএনপির এই নেতা বলেন, শফিক রেহমানের মতো বর্ষীয়ান সাংবাদিকদের যেভাবে কারাবন্দি করে আচরণ করা হয়েছে, তা ফ্যাসিবাদী শাসনের বাস্তব চিত্র তুলে ধরেতার ভাষায়, সে সময় প্রায় সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমানে যেসব ঘটনা সামনে আসছে, সেগুলো নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। একজন তরুণ নেতার এমন মৃত্যুর প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, শুধু মত প্রকাশের কারণে কাউকে জীবন দিতে হবেএটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিপি/ এএস