এনসিপির প্রার্থী ঘোষণা
বিএনপির যে প্রার্থীর ‘বিপক্ষে’ লড়বেন নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তালিকা ঘোষণা করেন।
প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে এনসিপি। এর মধ্যে ঢাকা-১১ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম। বাড্ডা–ভাটারা–রামপুরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন এম এ কাইয়ুম। বিএনপি গত ৩ নভেম্বর এ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে।
একইভাবে পঞ্চগড়-১ আসনে এনসিপির হয়ে নির্বাচনে লড়বেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড়-সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারী (বোদা পৌরসভার অংশ বাদে) নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে মনোনয়ন দিয়েছে—যা গত ৩ নভেম্বর ঘোষিত হয়।
বিপি/ এএস
