এনসিপির প্রার্থী ঘোষণা

বিএনপির যে প্রার্থীর ‘বিপক্ষে’ লড়বেন নাহিদ ইসলাম

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
বিএনপির যে প্রার্থীর ‘বিপক্ষে’ লড়বেন নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তালিকা ঘোষণা করেন।

প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে এনসিপিএর মধ্যে ঢাকা-১১ আসনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম। বাড্ডাভাটারারামপুরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন এম এ কাইয়ুম। বিএনপি গত ৩ নভেম্বর এ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে।

একইভাবে পঞ্চগড়-১ আসনে এনসিপির হয়ে নির্বাচনে লড়বেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড়-সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারী (বোদা পৌরসভার অংশ বাদে) নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে মনোনয়ন দিয়েছেযা গত ৩ নভেম্বর ঘোষিত হয়।

বিপি/ এএস