পদত্যাগ করছেন আসিফ মাহমুদ! মাহফুজ কী করবেন?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
পদত্যাগ করছেন আসিফ মাহমুদ! মাহফুজ কী করবেন?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া হুট করেই বুধবার (১০ ডিসেম্বর) ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন। আর এই সংবাদ সম্মেলন ডাকার পরই জোর গুঞ্জন শুরু হয়েছে, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন তিনি।

আজ (বুধবার) কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে তফসিল ঘোষণার আগেই পদ ছেড়ে নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দিবেন এই উপদেষ্টা।

তবে আসিফ মাহমুদের পদত্যাগের গুঞ্জন উঠলেও নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি অনিশ্চিত অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমের। নির্বাচনে অংশ না নিয়ে সরকারেও থাকতে পারেন তিনি।

গুঞ্জন রয়েছে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিতে পারেন আসিফ। সম্ভাবনা এটির অনেক বেশি। আবার এটিও হতে পারে যে এনসিপি যদি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়, তবে আসিফ এনসিপিতে আসবেন। নয়তো বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেবেন তিনি।

এদিকে লক্ষ্মীপুর-১ আসনে আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, সেটি হচ্ছে না। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে লড়বেন।

এক-দুই দিনের মধ্যে এনসিপি ১০০ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করতে পারে। দলটির সূত্র বাংলা পোস্টকে জানিয়েছে, সেই তালিকায় এখন পর্যন্ত আসিফের নাম নেই। তিনি দলে আনুষ্ঠানিকভাবে যোগ না দেওয়া পর্যন্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হবে না।

২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সংগঠক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তিন মাস পর উপদেষ্টা হন মাহফুজ আলম। তারা সবাই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা ছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। আর এখনও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম।