মোহাম্মদপুরের মা-মেয়ে হত্যাকাণ্ড

পলাতক সেই গৃহকর্মী গ্রেপ্তার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
পলাতক সেই গৃহকর্মী গ্রেপ্তার
ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মা ও মেয়ে হত্যাকাণ্ডের মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় মা ও মেয়ের নৃশংস হত্যার ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মারা যান। নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন

 ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে আঘাত করা হয়; লায়লার শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়

প্রাথমিক তদন্তে, তাদের নতুন নিয়োগপ্রাপ্ত গৃহকর্মী আয়েশা প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি সকাল ৭:৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯:৩৫ মিনিটে নাফিসাকে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হতে দেখানো হয়। ঘটনার নৃশংসতা দেখে পুলিশ মনে করছে, এটি হয় প্রশিক্ষিত কিলার-এর কাজ বা অতিরিক্ত রাগের ফল।

পুলিশ বলছে, সাধারণ মানুষের পক্ষে এমন নৃশংসতা করা প্রায় অসম্ভব।