ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করায় নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বুধবার (১০ ডিসেম্বর) আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন।
এর আগে, ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছিল কেন বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করা হবে না এবং কেন নির্বাচন কমিশনের গেজেট অবৈধ হবে না। হাইকোর্ট সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছিল।
১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল। বাগেরহাট-১ আসন অন্তর্ভুক্ত ছিল চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট; বাগেরহাট-২ আসনে বাগেরহাট সদর ও কচুয়া; বাগেরহাট-৩ আসনে রামপাল ও মোংলা; এবং বাগেরহাট-৪ আসনে মোরেলগঞ্জ ও শরণখোলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে। এতে ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর, শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়।
বিপি/ এএস
