নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির চেয়ারম্যান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির চেয়ারম্যান
বিএলডিপি’র চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার ( ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মি. সেলিম বিএনপিতে যোগ দেন।

সময় যোগদান অনুষ্ঠান মি. সেলিম বলেন, বিএনপির হাতকে ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন এটা একটা ম্যাসেজ। জাতীয় প্রেক্ষাপটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

সময় বিএনপিতে যোগ দেওয়ায় মি. সেলিমকে স্বাগত জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।