১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দলের সদস্য সচিব আখতার হোসেন সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন।
তিনি জানান, মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আজ যে প্রাথমিক তালিকা দেওয়া হচ্ছে, প্রার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে তাদের প্রার্থিতা বাতিল করা হতে পারে।
ঘোষিত প্রার্থীদের এক নজরে
পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২-এ মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩-এ মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩-এ আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫-এ ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২-এ ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩-এ মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২-এ রাসেল আহমেদ এবং লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রংপুর বিভাগে রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪-এ আখতার হোসেন, কুড়িগ্রাম-১-এ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম-২-এ ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩-এ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি, গাইবান্ধা-৩-এ মো. নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা-৫-এ ডা. আ. খ. ম. আসাদুজ্জামান, জয়পুরহাট-১-এ গোলাম কিবরিয়া, জয়পুরহাট-২-এ আবদুল ওয়াহাব দেওয়ান কাজল, বগুড়া-৬-এ আব্দুল্লাহ-আল-ওয়াকি এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান) মনোনয়ন পেয়েছেন।
নওগাঁ জেলায় নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২-এ মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩-এ পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪-এ মো. আব্দুল হামিদ এবং নওগাঁ-৫-এ মনিরা শারমিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩-এ অধ্যাপক এস. এম. জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩-এ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪-এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫-এ মনজুর কাদের এবং সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ এনসিপির হয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিপি/ এএস
