1. হোম
  2. জাতীয়

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় যোগ দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

মাঠ পর্যায় থেকে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এই সভায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার কৌশল নির্ধারণই এই সভার মূল লক্ষ্য। বিশেষ করে নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়টি বেশি গুরুত্ব পাবে আলোচনায়।

অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান।

ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবারই এই ব্রিফিংয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনের সঙ্গে এটিই কমিশনের সবচেয়ে বড় সমন্বয় সভা, যেখান থেকে কঠোর বার্তা দেওয়া হতে পারে।