এনসিপি নেতাকে গুলি
আলোচিত সেই তন্বী গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত তনিমা তন্বীকে আটক করেছে খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তন্বী জেলা যুব শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর ‘মুক্তা হাউজ’-এর নিচতলায় তনিমা তন্বীর বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পরই সোনাডাঙ্গা থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তন্বীর ওই বাসা থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই তন্বী আত্মগোপনে ছিলেন, পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার রহস্য উদ্ঘাটনে তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন বা কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি কেবল একটি সাধারণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো অপরাধমূলক তৎপরতা রয়েছে, তা তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত মাদক সরঞ্জাম ও গুলির উৎস সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।