দুই শতাধিক আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান
কুমিল্লার দেবিদ্বরে ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার রাতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন।
এর আগে উপজেলার শালঘর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে মনজুরুল আহসান মুন্সীর বাড়িতে পৌঁছান। সেখানে তাদের সাদরে বরণ করা হয়।
এ বিষয়ে সোমবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ওই আসনের সংসদ-সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তিনি লিখেছেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা যারা গত ১৭ বছরে মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের শ্রম ও ত্যাগের মূল্যায়ন না করে নতুন যোগদানকারীদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেন, কুমিল্লার কিছু আসনে বিএনপির রাজনীতি এখন মূলত আওয়ামী লীগের সহায়তায় চলছে। তিনি মনে করিয়ে দেন, শহীদ জিয়ার রাজনীতির সঠিক ধারণা ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা দরকার।
তিনি বলেন, দেবিদ্বারবাসীই বিচার করবেন, কোন বিএনপি মাঠে দীর্ঘদিন লড়াই করেছে এবং কোন দল শুধুই টাকার প্রভাবে রাজনীতিতে অংশগ্রহণ করছে। এই নতুন যোগদানকারীদের কর্মকাণ্ড ভবিষ্যতে বিএনপির রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।
বিপি/ এএস