বিবাহবিচ্ছেদের ঘোষণা অভিনেত্রীর
টালিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শংকর ঘোষণা দিয়েছেন, তিনি ও মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের বিবাহবিচ্ছেদ করেছেন। তারা ২০০৯ সালে কলকাতায় ভারতীয় ও পার্সি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং পরে স্থায়ীভাবে মুম্বাইতে বসবাস শুরু করেন। দম্পতির এক কন্যাও রয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পোষ্টে অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি অনুরোধ করেন, ‘এই সময়ে তাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান দেওয়া হোক। শ্রীনন্দা বলেন, বিচ্ছেদ নিয়ে অনেক কথা হতে পারে, তবে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি, তার সাবেক স্বামী জেভ, অথবা তার মা তনুশ্রী শংকর।’
শ্রীনন্দা স্পষ্ট করে জানাননি, কেন বিচ্ছেদ হলো। তবে তার পোস্টে প্রকাশ পেয়েছে দাম্পত্য জীবনের চাপা বেদনা।
অভিনেত্রী লিখেছেন, অনলাইনে দেখা জনপ্রিয় ভিডিওগুলো দাম্পত্য সুখ বা রসায়নের সব দিকই তুলে ধরে না।
উল্লেখ্য, উদয় শংকর ও মমতা শংকরদের উত্তরসূরি হিসেবে নৃত্য জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা। তিনি মডেলিং ও অভিনয় জগতে ও দক্ষতা প্রদর্শন করেছেন।
বিপি/ এএস