1. হোম
  2. আন্তর্জাতিক

প্রায় ২ যুগ পর চালু হচ্ছে জাপানের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
প্রায় ২ যুগ পর চালু হচ্ছে জাপানের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র
ছবি- সংগৃহীত

ফুকোশিমা ট্র্যাজেডির পর ১৫ বছর বন্ধ থাকার পর জাপান বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-এর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎকেন্দ্র জাপানের নিগাতা শহরে অবস্থিত এবং এখানে মোট ৭টি চুল্লি রয়েছে। কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮.২ গিগাওয়াট। ফুকোশিমা ট্র্যাজেডির ফলে ২০১১ সালে এই চুল্লিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর ৩৩টি চুল্লি মেরামত করে পুনরায় সচল করা সম্ভব হয়েছে। এর মধ্যে কাশিওয়াজাকি-কারিওয়ার চুল্লিগুলোও রয়েছে।

টেপকোর কর্মকর্তারা জানিয়েছেন, মেরামতকৃত ৩৩টি চুল্লির মধ্যে ইতিমধ্যে ১৪টি উৎপাদন শুরু করেছে। কাশিওয়াজাকি-কারিওয়ার চুল্লিগুলো চালু হলে সচল চুল্লির সংখ্যা ২১-এ পৌঁছাবে

জাপান দীর্ঘদিন ধরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ব্যাপকভাবে নির্ভরশীল। ফুকোশিমা ট্র্যাজেডির আগে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ৬০৭০ শতাংশ আসত পরমাণু কেন্দ্র থেকে। তবে দুর্ঘটনার পর অধিকাংশ কেন্দ্র বন্ধ হওয়ায় দেশটি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে বাধ্য হয়েছিল এবং বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছিল।

নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার পর বন্ধ চুল্লি পুনরায় চালুর উদ্যোগ নেন। তবে স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক ও আশঙ্কা রয়েছে। সরকারি জরিপে দেখা গেছে, নিগাতার বাসিন্দাদের ৬০ শতাংশ এখনই কেন্দ্র চালুর বিরুদ্ধে। টেপকোর মুখপাত্র নিশ্চিত করেছেন, ফুকোশিমা ধরণের দুর্ঘটনা পুনরায় ঘটবে না।

সূত্র : রয়টার্স