1. হোম
  2. রাজনীতি

হাদির শূন্যস্থান পূরণ করবেন কে?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
হাদির শূন্যস্থান পূরণ করবেন কে?

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির চিরবিদায়ের পর সংগঠনটির হাল কে ধরবেন, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে সংগঠনের শীর্ষ নেতারা জানিয়েছেন, বর্তমানে কোনো নতুন নেতৃত্বের কথা তারা ভাবছেন না; বরং হাদির আদর্শ ও সংগ্রামী চেতনাকে ধারণ করেই তারা সামনের দিকে এগিয়ে যেতে চান।

ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান, সংগঠনটি এখন শোকাহত। তিনি বলেন, ‘আমরা এখনো অনুভব করি হাদি ভাই আমাদের সাথেই আছেন এবং তিনিই আমাদের আহ্বায়ক। নেতৃত্বের পরিবর্তন নিয়ে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আমরা সবাই মিলে হাদি ভাইয়ের পরিবারের সাথে কথা বলে এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাব।’

আগামী দুই-একদিনের মধ্যে হাদির প্রতিষ্ঠিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ পুনরায় খুলে দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

শহীদ হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার এবং গোয়েন্দা সংস্থাগুলোতে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করার দাবিতে কঠোর অবস্থানে রয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে পার হয়ে গেছে।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যা না পাওয়ায় তারা আজ সোমবার বেলা ১২টায় শাহবাগ শহীদ হাদি চত্বরে (সাবেক শাহবাগ মোড়) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

ইনকিলাব মঞ্চের দুই দফা দাবি:

১. হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত পুরো চক্রকে (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা দিতে হবে।

২. সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থায় ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার এই ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হবে।

এদিকে, রোববার ভোর থেকেই শহীদ শরিফ ওসমান হাদির কবরে সাধারণ মানুষের ঢল নামতে দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও সমর্থকরা ফুলের শ্রদ্ধা জানিয়ে হাদির স্বপ্ন বাস্তবায়নের শপথ নিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও একই প্রশ্ন—কে হবেন ইনকিলাব মঞ্চের পরবর্তী কান্ডারি, যিনি হাদির অসমাপ্ত কাজগুলো পূর্ণ করবেন।