1. হোম
  2. জাতীয়

এনসিপি নেতাকে গুলি, যা জানাল পুলিশ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
এনসিপি নেতাকে গুলি, যা জানাল পুলিশ
ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধানকেন্দ্রীয় শ্রমিক কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়।

এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, গুলির আঘাত তার কানে লেগেছে এবং তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয়

সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব শিকদারের ওপর দুর্বৃত্তরা হামলা করেছে। ঘটনা স্থলেই পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে

ঘটনার পর সামাজিক মাধ্যমে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু জানান, মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।

বিপি/ এএস