1. হোম
  2. আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসছে ইসরায়েলের আরও ১৯টি বসতি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ এএম
পশ্চিম তীরে বসছে ইসরায়েলের আরও ১৯টি বসতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন ১৯টি অবৈধ বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচ জানান, তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন এবং গতকাল এটি আনুষ্ঠানিকভাবে পাস হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন দখলদার বসতিস্থাপনকারী (সেটলার)। তিনি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ বাড়ানোর পক্ষে সরব ভূমিকা পালন করছেন।

ইসরায়েলের এই সম্প্রসারণবাদী নীতির কড়া সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন দেশ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উসকে দেবে এবং দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের স্বপ্নকে ধ্বংস করবে।

সৌদি আরবের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েল গত কয়েক দশক ধরে এটি চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বর্তমান সরকারের আমলে পশ্চিম তীরে ভূমি দখলের এই প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে গত তিন বছরে বসতি স্থাপনের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলেছে।