1. হোম
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মুক্তি পেল আরও ১৩০ শিক্ষার্থী

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম
নাইজেরিয়ায় মুক্তি পেল আরও ১৩০ শিক্ষার্থী
নাইজেরিয়ায় অপহরণের পর মুক্ত হওয়া শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে অপহরণের শিকার একটি ক্যাথলিক স্কুলের অন্তত ১৩০ শিক্ষার্থী ও কয়েকজন স্কুলকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (২১ ডিসেম্বর) দেশটির প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে কেউ আর বন্দিদশায় নেই।

প্রশাসনের তথ্যমতে, গত নভেম্বরে সশস্ত্র বন্দুকধারীরা একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থী ও কর্মীদের অপহরণ করে। ওই সময় মোট ৩১৫ জন নিখোঁজ হন। চলতি মাসের শুরুতে প্রথম দফায় ১০০ জনকে মুক্তি দেওয়া হয়।

তবে প্রকৃতপক্ষে কতজন অপহরণের শিকার হয়েছিল, তা নিশ্চিত না হওয়ায় সবাই মুক্তি পেয়েছে কি নাএ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ ঘটনার সময় অনেকেই পালিয়ে যান এবং অনেক শিক্ষার্থীর বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের অবস্থান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে ধারণা করা হচ্ছে, দুই দফায় অপহৃত সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে সহিংস হামলা ও অপহরণের ঘটনা বাড়ছে। নভেম্বরের আগেও স্বল্প সময়ের মধ্যে একাধিক স্কুল ও চার্চে অপহরণ ও হত্যার ঘটনা ঘটেছে।

বিপি/ এএস