1. হোম
  2. আন্তর্জাতিক

২০২৫ এ যে নক্ষত্রদের হারাল বিশ্ব

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
২০২৫ এ যে নক্ষত্রদের হারাল বিশ্ব
ছবি- সংগৃহীত

শেষের পথে ২০২৫ সাল। বিদায়ী এই বছরে ধর্ম, রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, চলচ্চিত্র, সংগীত, ক্রীড়া ও সাংবাদিকতাসহ নানা ক্ষেত্রে বিশ্ব হারিয়েছে বহু প্রভাবশালী ও স্মরণীয় ব্যক্তিত্বকে। যাদের অবদান মানবসভ্যতার ইতিহাসে দীর্ঘদিন গুরুত্বের সঙ্গে স্মরণ করা হবে।

ধর্ম:

ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে তিনি চার্চ সংস্কার, মানবিকতা ও অন্তর্ভুক্তির বার্তা দিয়ে আলোচিত ছিলেন। ফেব্রুয়ারিতে মারা যান ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খান (করিম আল হুসেইনি)।

রাজনীতি:

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ৩৩ বছর বয়সে নিহত হন। তার মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, ফ্রান্সের কট্টর ডানপন্থি নেতা জ্যঁ-মারি ল্য পেন, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, উরুগুয়ের হোসে মুজিকা ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তোমিইচি মুরায়ামাও এ বছর মারা যান।

বিজ্ঞান:

পরিবেশ আন্দোলনের প্রতীক জেন গুডল, অ্যাপোলো-১৩ মিশনের কমান্ডার জিম লাভেল এবং ডিএনএ গবেষক জেমস ওয়াটসন এ বছর পৃথিবীকে বিদায় জানান।

চলচ্চিত্র, বিনোদন ও ক্রীড়া:

হলিউড কিংবদন্তি রবার্ট রেডফোর্ড, ডায়ান কিটন, ডেভিড লিঞ্চ, জিন হ্যাকম্যান, ভ্যাল কিলমারসহ বহু অভিনেতার মৃত্যু হয়। ক্রীড়াজগতে হেভিওয়েট বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান, কুস্তির আইকন হাল্ক হোগান এবং লিভারপুলের ফুটবলার দিওগো জোটা মারা যান।

সাহিত্য ও সংগীত:

নোবেলজয়ী লেখক মারিও ভার্গাস ইয়োসা, নাট্যকার টম স্টপার্ড, নগুগি ওয়া থিয়ং’ওসহ খ্যাতিমান সাহিত্যিকদের হারিয়েছে বিশ্ব। সংগীতে অজি অসবোর্ন, ব্রায়ান উইলসন, রোবার্টা ফ্ল্যাকসহ অনেক তারকা প্রয়াত হন।

সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্র:

গাজায় ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত হন। মারা যান বিশ্বখ্যাত আলোকচিত্রী সেবাস্তিয়াও সালগাদোসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

বিদায়ী ২০২৫ তাই শুধু একটি বছর নয়, ইতিহাসের পাতায় অসংখ্য প্রভাবশালী মানুষের বিদায়ের বছর হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।

ট্যাগ: মৃত্যু