ভারতের ৪ রাজ্যের বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধি
ভারতের রাজধানী নয়াদিল্লিসহ পশ্চিমবঙ্গের কলকাতা এবং ত্রিপুরা ও আসামে থাকা বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বহুগুণে বাড়িয়েছে ভারত সরকার।
জানা গেছে, কলকাতা ও দিল্লি দূতাবাস নিরাপত্তার জন্য স্থায়ীভাবেই রয়েছে পুলিশ ক্যাম্প। অন্তত ৪ থেকে ৬ জন সশস্ত্র পুলিশ কর্মী এই ক্যাম্পে ২৪ ঘণ্টা মোতায়েন থাকে।
তবে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে হাইকমিশন ও এর শাখাগুলোর প্রত্যেকটিতে অন্তত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতার বেকবাগান এলাকার শেখ মুজিব সরণির বাংলাদেশ উপ-দূতাবাস চত্বর শুক্রবার সকাল থেকে কার্যত দুর্গে পরিণত হয়। পুলিশ মোতায়েন করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ব্যারিকেড দিয়ে দূতাবাসের রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে।
পাশাপাশি দিল্লি দূতাবাস চত্বরে অতিরিক্ত পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। এছাড়া কলকাতা-দিল্লি উভয় জায়গাতেই স্ট্যান্ডবাই হিসেবে হালকা প্রতিরোধমূলক গাড়ি ও জল কামান প্রস্তুত রাখা হয়েছে বলে কলকাতা ও দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সূত্র জানায়, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ভারতের মাটিতে এড়াতে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করেছে ভারত। এ বিষয়ে অবহিত করা হয়েছে ত্রিপুরা, কলকাতা, আগরতলা, ব্যাঙ্গালোর ও মহারাষ্ট্র রাজ্য সরকারকেও। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো নিজেদের গোয়েন্দা সংস্থাগুলোকেও বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে এলার্ট থাকার নির্দেশ জারি করেছে।
আরও খবর
রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কারণ কী
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শশী থারুর
আন্তর্জাতিক গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যুর খবর
বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি