1. হোম
  2. আন্তর্জাতিক

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শশী থারুর

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে প্রতিক্রিয়া জানালেন শশী থারুর
ফাইল ছবি

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশে চলমান সহিংসতার খবরে হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর।

ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আমরা সরকারকে বাংলাদেশের সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছি।

একইসঙ্গে, ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থি বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উসকে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া কমিটির দেয়া রিপোর্টে ভিসা স্বাভাবিক করার সুপারিশ করেছিলেন বলে জানান তিনি।

শশী থারুর বলেন, কিন্তু বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাতের সহিংসতার কারণে দুটি ভিসা সেন্টার বন্ধ করে দিতে হয়েছে, যেটা খুবই হতাশাজনক। কারণ বাংলাদেশিরা ভারতে আসতে চাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে তারা আগের মতো ভিসা পাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে তাদের সাহায্য করা আমাদের সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠছে।

তিনি আরও বলেন, আমরা আশা করি দ্রতই সব স্বাভাবিক হবে। একই সঙ্গে আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, তাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে আরও মূল্যায়ন করতে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, আমরা ভূগোল বদলাতে পারবো না। আমরা যেখানে আছি, সেখানেই থাকবো। তারা যেখানে আছে, সেখানেই থাকবে। তাই তাদের উচিৎ আমাদের সঙ্গে কাজ করতে শিখে নেওয়া।

বিপি/আইএইচ