‘হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো’
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আমরা আসিনি। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ যতদিন থাকবে, তুমি আমাদের মধ্যে থাকবে।’
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার সময় তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘আজ এখানে উপস্থিত মানুষ, পথে ঢেউয়ের মতো ভিড়, সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। বিদেশেও বাংলাদেশিরা হাদির কথা জানতে আগ্রহী। প্রিয় হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন থাকবে, সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আজ এখানে তোমার কাছে এক ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, আমরা তা পূরণ করতে চাই। সেই ওয়াদা শুধু আমরা নয়, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি মানুষ পূরণ করবে। আমরা তোমার মানবপ্রেম, মানুষের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছি এবং সেটি আমাদের মনে সবসময় জাগ্রত রাখব, যাতে আমরা তা অনুসরণ করতে পারি।’
বিপি/ এএস