1. হোম
  2. জাতীয়

ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত ওসমান হাদির জানাজা

Staff Reporter
বাংলাপোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত ওসমান হাদির জানাজা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শেষ বিদায় অনুষ্ঠান এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে।

শহীদ হাদির জানাজায় শরিক হতে নির্ধারিত সময়ের অনেক আগেই দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানাজা প্রাঙ্গণে তার জন্য নির্ধারিত স্থানে তিনি অবস্থান নিয়েছেন। এ ছাড়া ধর্ম উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন।

লাখো মানুষের ভিড়ের কারণে সংসদ ভবনের চারপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জানাজার নির্ধারিত স্থান ছাড়িয়ে মানুষ মানিক মিয়া এভিনিউ এবং আশপাশের সংযোগ সড়কগুলোতে অবস্থান নিয়েছে। উপস্থিত ছাত্র-জনতার কণ্ঠে এ সময় মুহুর্মুহু স্লোগান শোনা যায়— ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি’ এবং ‘আমরা সবাই হাদি হবো’।

বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এবং কোমলমতি শিশুদের নিয়ে আসা অভিভাবকরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা। অনেকের মতেই, একজন তরুণ নেতার প্রতি সাধারণ মানুষের এমন ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ গোসল ও আনুষ্ঠিকতা শেষে কড়া নিরাপত্তায় তার মরদেহ দক্ষিণ প্লাজায় আনা হয়। জানাজা শেষে তাকে শেষ বিদায় জানানো হবে। আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় মানুষের মাঝে এক ধরণের গাম্ভীর্য ও বিপ্লবের চেতনা লক্ষ্য করা গেছে।