হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানাল সৌদি

Staff Reporter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানাল সৌদি
ছবি- সংগৃহীত
আসন্ন হজ মৌসুমে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছিল, তা ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, এমন সিদ্ধান্তের কোনো ঘোষণা সৌদি সরকারের কোনো দপ্তর থেকে দেওয়া হয়নি।
 
দ্যা ইসমালিক ইনফরমেশন এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি; আগের নিয়মই বহাল আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজীদের প্রতি অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপরই নির্ভর করেন।

তবে অতীতে, কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে, যা অন্য হাজীদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ২০১৭ সালের দিকে এই বিষয়ে কড়াকড়ি বাড়ানো হয়েছিল।
 
বিপি/আইএইচ