জাকার্তায়

অফিস ভবনে আগুন লেগে ২২ জনের প্রাণহানি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অফিস ভবনে আগুন লেগে ২২ জনের প্রাণহানি
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৭ তলা বিশিষ্ট একটি অফিস ভবনে আগুন লেগে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের ওই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়, যা পরে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় স্থানীয় একটি টিভি চ্যানেলের ধারণকৃত ফুটেজে দেখা যায়, ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ভবনটির ভেতরে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ সময় বেশ কয়েকটি লাশও বের করতে দেখা যায় তাদের। 

এছাড়া আটকে পড়া ব্যক্তিদের অনেকে বড় মই ব্যবহার করে ভবন থেকে নিচে নামার চেষ্টা করেন।

পরে বিকেলে জাকার্তা পুলিশের কর্মকর্তা সুসাতিও পুরনোমো কনড্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ভবনটির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে।