রানা সানাউল্লাহ

শীঘ্রই ‘শেষ পরিণতি’ দেখতে পাবেন ইমরান খান

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
শীঘ্রই ‘শেষ পরিণতি’ দেখতে পাবেন ইমরান খান
রানা সানাউল্লাহ ও ইমরান খান। ছবি: জিও নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও গণবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ দাবি করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান খুব শীঘ্রই তার রাজনৈতিক প্রভাবের ‘শেষ পরিণতি’ দেখতে পাবেন।

গুজরানওয়ালায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ইমরান খানের শাসনামল, সেনাবাহিনীর (এস্টাবলিশমেন্ট) সঙ্গে তার সম্পর্ক এবং পিটিআইয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।

রানা সানাউল্লাহ বলেন, ইমরান খানের সরকার দেশে ‘দুর্যোগ ডেকে এনেছিল’।

আর এক্ষেত্রে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার বাজোয়াও তার কিছু সিদ্ধান্তের জন্য দায় বহন করেন বলেও দাবি করেন তিনি।

এ সময় নওয়াজ শরিফের প্রশংসা করে সানাউল্লাহ আরও বলেন, নওয়াজ শরিফ ক্ষমতায় থাকার সময় কখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেননি— যা পিটিআইয়ের আচরণের সঙ্গে সম্পূর্ণ বিপরীত।

তার অভিযোগ, ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ তৈরি হয়েছিল তার রাজনৈতিক প্রতিপক্ষদের নির্মূল করার প্রচেষ্টার কারণে।

সানাউল্লাহর ভাষায়, পিটিআই প্রতিষ্ঠাতা সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছিলেন তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে—আর এ কারণেই উভয়ের মধ্যে মতবিরোধ শুরু হয়।

তিনি আরও অভিযোগ করেন, এমনকি ইমরান খান তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সেনাবাহিনীকে ‘ব্ল্যাকমেল’ করার চেষ্টা করেছিলেন।

দলের ভেতরেও অসন্তোষ দেখা দিয়েছে দাবি করে রানা সানাউল্লাহ বলেন, পিটিআইয়ের ৮৫ শতাংশ সদস্য আর ইমরান খানের এজেন্ডার সঙ্গে নেই।

তার ভাষায়, দলের রাজনীতি ক্রমেই এমকিউএম প্রতিষ্ঠাতার বিতর্কিত কৌশলের মতো হয়ে উঠছে— যা সফল হবে না।

ইমরান খানের দল ভেঙে যেতে পারে বলেও পূর্বাভাস দেন রানা সানাউল্লাহ। তার দাবি, মাত্র ১০ থেকে ১৫ শতাংশ সদস্য হয়তো নতুন ভাঙনভিত্তিক দল—‘আদিয়ালা তেহরিক-ই-ইনসাফ’-এর সঙ্গে যোগ দিতে পারে; কিন্তু পিটিআইয়ের বৃহত্তর অংশ ইমরান খানের বিতর্কিত রাজনৈতিক পথ ধরে এগোবে না।

তিনি বলেন, দলটির মূলধারা ভিন্ন রাজনৈতিক পথ অনুসরণ করবে এবং পিটিআই প্রতিষ্ঠাতার চরমপন্থি এজেন্ডা থেকে নিজেদের দূরে রাখবে। সূত্র: জিও নিউজ