ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) সম্প্রতি জানিয়েছে যে তারা আপাতত ইসরায়েল থেকে পাঠানো নতুন কোনো রেকর্ড আবেদন পর্যালোচনা করছে না।
সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান।
ইসরায়েলি গণমাধ্যম এন১২–এর প্রতিবেদন অনুযায়ী, কিডনি দান কর্মসূচিকে উৎসাহিত করা ইসরায়েলের একটি সংস্থা গিনেসের কাছে রেকর্ড নিবন্ধনের আবেদন করেছিল।
দাবি করা হয়—দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডসহ বিভিন্ন এলাকায় মোট দুই হাজার স্বেচ্ছা কিডনি দাতাকে সংগঠিত করে তারা এই রেকর্ডের জন্য আবেদন জমা দেয়।
তবে গিনেস সেই আবেদন গ্রহণ না করে জানায়, বর্তমানে তারা ইসরায়েল কিংবা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পাঠানো কোনো রেকর্ড আবেদন প্রক্রিয়াকরণ করছে না। বিষয়টি জানিয়ে সংস্থাটিকে একটি আনুষ্ঠানিক ইমেইলও পাঠায় তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্ত পশ্চিম তীর ও গাজা উপত্যকার আবেদনগুলোকেও অন্তর্ভুক্ত করছে। তবে গিনেস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
ইসরায়েলি সংস্থাটি অভিযোগ করেছে, গিনেসের সিদ্ধান্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং তাদের গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগকে আন্তর্জাতিক স্বীকৃতিবঞ্চিত করছে।,
বিপি/ এএস
