বিপর্যস্ত ইন্দোনেশিয়া, প্রাণহানি ৭০০ ছাড়াল
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৭০৮-এ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
কর্তৃপক্ষ জানায়, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং অবকাঠামো মেরামতের কাজ চলছে।
সংস্থাটি মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে জানায়, গত সপ্তাহ থেকে শুরু হওয়া দুর্যোগে মোট ৭০৮ জনের মৃত্যু হয়েছে। যদিও একই দিন সংস্থার ওয়েবসাইটে ৭৫৩ জনের মৃত্যু দেখানো হয়েছিল—কেন এই পার্থক্য তৈরি হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রায় ৯০০ জন মানুষ ইতোমধ্যে ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মারা গেছে। এর আগে মাসের পর মাস ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মারাত্মক আবহাওয়ার প্রভাব দেখা গেছে।
ফিলিপাইন ও ভিয়েতনামে একের পর এক টাইফুন আঘাত হানার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যা অঞ্চলের অন্যান্য দেশেও দীর্ঘস্থায়ী বন্যা বাড়িয়ে দেয়।
পরিবেশবিদ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুমাত্রায় ব্যাপক বন উজাড় হওয়ায় ক্ষয়ক্ষতির হার অস্বাভাবিকভাবে বেড়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, স্থল, সমুদ্র ও আকাশ—তিন পথেই ত্রাণ পৌঁছানোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কার করা এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো দ্রুত মেরামত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ‘আমরা আশা করি খুব দ্রুতই ত্রাণ বিতরণ ত্বরান্বিত করতে পারব।’ সূত্র: জিও নিউজ
