ইউরোপকে পুতিনের হুঁশিয়ারি 

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
ইউরোপকে পুতিনের হুঁশিয়ারি 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি- সংগৃহীত

ইউক্রেন সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘ইউরোপ যদি যুদ্ধ চায়, আমরা এখনই প্রস্তুত।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদল মস্কো সফর করছে। বৈঠকের আগে পুতিন বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু যদি ইউরোপ শুরু করতে চায়, তবে আমরা এখনই প্রস্তুত।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউরোপীয় নেতাদের কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই, তারা মূলত যুদ্ধের পক্ষেই রয়েছে।

এ সময় পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া শান্তি চুক্তিতে কিয়েভ ও ইউরোপের পক্ষ থেকে যে পরিবর্তনগুলো প্রস্তাব করা হয়েছে, তা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য।

তিনি অভিযোগ করে বলেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধা দিচ্ছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদল ছাড়াও রুশ প্রেসিডেন্টের দুই সহযোগী- কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ উপস্থিত ছিলেন।

বিপি/ এএস