ইমরান খানের শারীরিক অবস্থা জানালেন বোন উজমা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
ইমরান খানের শারীরিক অবস্থা জানালেন বোন উজমা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
উজমা খান সাংবাদিকদের বলেন, আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে আলোচনার পর আরও বিস্তারিত তথ্য জানাবো।
 
এর আগে আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয় যে তিনি আদিয়ালা কারাগারের ভেতরে গিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন। অনুমতি পাওয়ার পরই উজমা সেখানে পৌঁছান। সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
 
এদিকে আদিয়ালা কারাগার এলাকা বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশসহ ৭০০’র বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। তাদের সাথে অ্যান্টি-রায়ট সরঞ্জামও রাখা হয়েছে। কঠোর তল্লাশির পরই যানবাহনকে সামনে যেতে দেওয়া হচ্ছে।
 
বিপি/আইএইচ