খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। 

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনকে বহন করায় জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন হলে জানানো হবে।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, আজ রাত ১১টা থেকে ১২টার মধ্যে কাতারে আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে সেটি এখন (রাত ১০টা, এই প্রতিবেদন লেখা পর্যন্ত) কাতারেই আছে। ফলে, সেটি কখন কাতার থেকে ছেড়ে আসবে, তা এখনো জানা যায়নি।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) লিখিত আকারে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের শিডিউল জানাবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচক কোনো চিঠি পায়নি। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠি পেলেই তারা অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।

এ দিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন তাকে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।