বিধ্বস্ত যুদ্ধ বিমান, অল্পে রক্ষা পেলেন পাইলট

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
বিধ্বস্ত যুদ্ধ বিমান, অল্পে রক্ষা পেলেন পাইলট
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে একটি 'এফ-সিক্সটিন সি' যুদ্ধবিমান। তবে এই ঘটনায় নিজেকে সুরক্ষিতভাবে ইজেক্ট করে প্রাণে বেঁচেছেন পাইলট। 

বুধবার (৩ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার মোহাভে মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে।  

বার্তাসংস্থা নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর এলিট ফোর্স থান্ডারবার্ডসের প্রদর্শনী চলাকালীন দুর্ঘটনার শিকার হয় বিমানটি। তবে কি কারণে বিদ্ধস্ত হয়েছে বিমানটি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

ইজেক্ট করে প্রাণে বাঁচলেও আহত হয়েছেন যুদ্ধবিমানটির পাইলট। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে ২০২২ সালে একই জায়গায় মহড়া চলাকালীন একটি এফ-এইটিন ফাইটার জেট বিধ্বস্ত হয়েছিল। সে ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলটের।

বিপি/এনএ