বান্দরবানে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
বান্দরবানে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
বান্দরবানে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বাইতুল ইজ্জত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুল (৩০), যিনি মফিজুর রহমানের ছেলে ও পৌরসভার ৭নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী তৌহিদ (২৫)। তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী কাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রামে রেফার্ড করেন।
দুর্ঘটনার বিষয়ে কেরানিহাট আশশেফা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মোটরসাইকেলের তিন আরোহীকে নিয়ে আসেন। তাদের দুইজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন, অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান।
বিপি/আইএইচ
