গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, আরও ৭ ফিলিস্তিনি নিহত

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক ঢাকা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, আরও ৭ ফিলিস্তিনি নিহত
আল-মাওয়াসিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা বারবার লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে বুধবার (৩ ডিসেম্বর) চালানো এক হামলায় দুই শিশুসহ ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মিশর সীমান্তের কাছে দক্ষিণ রাফাহ ক্রসিংয়ে হামাস তাদের যোদ্ধাদের ওপর হামলা চালিয়ে তাদের চার সেনাকে আহত করার পর এই হামলা চালানো হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, উত্তর গাজা শহরের জেইতুন উপকণ্ঠে ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি এবং দক্ষিণ আল-মাওয়াসি ক্যাম্পে হামলায় পাঁচজন নিহত হন বলে জানান চিকিৎসকরা।

এছাড়া আল-মাওয়াসিতে বোমা হামলায় আগুন লেগে বেশ কয়েকটি তাঁবু পুড়ে গেছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আল-মাওয়াসিতে ‘ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

কুয়েতি হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাণ হারানো দুই শিশুদের বয়স আট ও ১০ বছর।

ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন।

হামাস আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এটাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েল অব্যাহতভাবে ‘যুদ্ধবিরতি চুক্তির প্রতি অবজ্ঞা’ প্রদর্শন করছে বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি।

ফিলিস্তিনি গোষ্ঠীটি মধ্যস্থতাকারী মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাম টানার দাবি জানিয়েছে।

এদিকে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে কমপক্ষে ৩৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৯২২ জন আহত হয়েছে।

এদিকে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। তবে ক্রসিং দিয়ে কেবল গাজার বাসিন্দারা উপত্যকা ত্যাগ করতে পারবেন, কোনো ত্রাণ বা সহায়তা প্রবেশ করবে না বলেও জানিয়েছে তেলআবিব।

তবে মিশর বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার পরিপন্থি ও একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে। ট্রাম্পের পরিকল্পনায় ছিল- রাফাহ সীমান্ত উভয় দিকের চলাচলের জন্য খুলতে হবে। তবে ইসরায়েল তার কিছুই মানছে না।

এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও এক ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় বুধবার বেইত লাহিয়ায় সংগঠনটির সদস্যরা রেডক্রসের কাছে লাশটি হস্তান্তর করে। পরে সেই লাশ পৌঁছে দেওয়া হয় ইসরায়েলে।