‘নিজের চেয়ে সুন্দর’ মনে হওয়ায় করলেন চার খুন!

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
‘নিজের চেয়ে সুন্দর’ মনে হওয়ায় করলেন চার খুন!
পুলিশের হেফাজতে অভিযুক্ত পুনম। ছবি: সংগৃহীত

জার্মান রূপকথার গল্পের চরিত্র স্নো হোয়াইটের কথা হয়তো জানা আছে সকলের। রূপকথার গল্পের এক রাজার অসম্ভব সুন্দর এক কন্যা সন্তান ছিলেন এই স্নো হোয়াইট। স্নো হোয়াইটের সৎ মা ছিলেন তার প্রতি মারাত্মক পরিমাণে ঈর্ষাণ্বিত। তার সৎ মা ছিলেন একজন জাদুকর। তার ছিল একটি জাদুর আয়না। সেই আয়নার সামনে যখনই দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করতেন 'এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি সুন্দরী?' আয়না সবসময়ই উত্তর দিত, স্নো হোয়াইট। 

এই সৌন্দর্য্যের ঈর্ষাই ধীরে ধীরে রূপ নিতে থাকে ক্রোধ ও ঘৃণায়। আর সেই জের ধরে বিষাক্ত ফল খাইয়ে তিনি মেরে ফেলেন স্নো হোয়াইটকে। যদিও শেষ পর্যন্ত বেঁচে যায় স্নো হোয়াইট। কিন্তু এমন সৌভাগ্য হয়নি ভারতের হরিয়ানা প্রদেশের তিন শিশুর বেলায়।

জার্মান রূপকথাকে রীতিমত বাস্তবে রূপ দিয়েছেন হরিয়ানার এক নারী যার নাম পুনম। নিজের চেয়ে বেশি সুন্দর মনে হওয়ায় তিনি নিজের ৬ বছরের ভাতিজিকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। শুধু তাই নয়, এ ঘটনার আগেও তিনি মেরে ফেলেছেন আরও দুই শিশুকে। এমনকি একজনকে হত্যা করতে দেখে ফেলায় তিনি খুন করেছিলেন নিজের সন্তানকেও।

সবগুলো খুনের পেছনে কারণ একটাই। পুনম ভেবেছিলেন সেই তিন শিশু হবে তার চেয়েও সুন্দর। আর সেই ভাবনাতেই ঘটে হৃদয়বিদারক নৃশংস এই  হত্যাযজ্ঞ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে, চার শিশুকে হত্যার দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার পেছনের কারণটি ভয়ংকর। অভিযুক্ত নারী চাননি কেউ তার চেয়ে ‘বেশি সুন্দর’ হোক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই নারী পুনম তার ভাতিজি বিধিসহ (৬) পরিবারের সবাইকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন। সেখানে ভাতিজিকে দেখে পুনমের মনে হয়, সে তার চেয়েও বেশি সুন্দরী। এরপর পুনম তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন।

পুলিশ তদন্তে জানতে পারে, শিশু বিধির খুনের পেছনে ছিলেন তার ফুফু পুনম। তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে ভয়ংকর তথ্য। তিনি আগে আরও তিনটি শিশুকে একইভাবে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন।

পুলিশ বলছে, পুনমের হত্যার ধরন একই—প্রতিবার পানিভর্তি চৌবাচ্চায় শিশুকে ডুবিয়ে মারা। কারণ, সুন্দর শিশুদের প্রতি তার তীব্র ঈর্ষা, বিশেষ করে, ছোট ও সাজগোজ করা মেয়েদের প্রতি।

পুলিশের তথ্য অনুযায়ী, পুনম ২০২৩ সালে প্রথম তার ননদের মেয়েকে হত্যা করেন। ওই ঘটনা দেখে ফেলায় একই বছর তিনি নিজের ছেলেকেও হত্যা করেন। চলতি বছরের আগস্টে তিনি সিওয়া গ্রামে আরও একটি মেয়েকে ‘নিজের চেয়ে সুন্দর’ মনে হওয়ায় হত্যা করেন।

বিধির হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় পুনম সত্য স্বীকার করার আগপর্যন্ত এই শিশুদের মৃত্যুগুলো দুর্ঘটনাজনিত বলেই ধরে নেওয়া হয়েছিল।