দেশের পথে জোবাইদা রহমান

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ এএম
দেশের পথে জোবাইদা রহমান
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করছেন জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি ইতোমধ্যেই যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। 

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন এবং স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (বাংলাদেশ সময় রাত ১২টা) তার ফ্লাইট ছেড়ে দিয়েছে।

 শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, জোবাইদা রহমান ঢাকা পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে আসলে ঠিক কখন খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। 

বৃহস্পতিবার দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত দেয় বলে জানান তিনি।

এদিকে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন বলে জানা গেছে। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। 

 আরও থাকবেন- হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান। এছাড়াও খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সঙ্গে থাকবেন।

এর আগে, বুধবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার এসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।