করাচিতে সরাসরি ফ্লাইট চালু করবে বাংলাদেশ
পাকিস্তানের করাচির সঙ্গে সরাসরি আকাশযোগ পুনরায় চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানিয়েছেন, সপ্তাহে তিন দিন করাচিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে জাতীয় পতাকাবাহী এই সংস্থা।
বুধবার (৩ ডিসেম্বর) দেশটির ফরেন সার্ভিস একাডেমিতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে এমনটাই জানিয়েছেন এ বাংলাদেশি দূত।
সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা প্রসঙ্গে হাইকমিশনার বলেন, ‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট করাচিতে পরিচালনা করবে।,
ভারতের আকাশসীমা ব্যবহার করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি জানান, যেভাবে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, সেভাবেই বিমানের ফ্লাইটও ভারতের ওপর দিয়ে উড়তে পারবে।
তবে জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আকাশসীমা ব্যবহারসংক্রান্ত নিষেধাজ্ঞা থাকায় আপাতত পাকিস্তানি কোনো বিমান সংস্থার ঢাকায় ফ্লাইট চালুর সম্ভাবনা খুবই কম।
দক্ষিণ এশিয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, ‘এই অঞ্চলে বাণিজ্য, যোগাযোগ ও সহযোগিতার বিরাট সুযোগ আছে। কিন্তু সীমাবদ্ধ প্রবেশাধিকার, সীমান্তসংক্রান্ত বাধা এবং আঞ্চলিক রাজনীতি এখনো অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর সুযোগ থাকলেও যথাযথ প্রবেশাধিকার না থাকায় এটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
বিপি/এএস
