উষ্ণ আলিঙ্গনে পুতিনকে স্বাগত জানালেন মোদি

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
উষ্ণ আলিঙ্গনে পুতিনকে স্বাগত জানালেন মোদি
পুতিনকে জড়িয়ে ধরলেন মোদি। ছবি- সংগৃহীত

২৭ ঘণ্টার সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম ভারত সফর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালগালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানান।

বিমান থেকে নামার পর দুই নেতা করমর্দন করেন এবং পরস্পরকে আলিঙ্গন করেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত বছর মস্কো সফরের সময় পুতিন মোদির জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন। তারই প্রত্যুত্তরে দিল্লিতেও পুতিনের জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন মোদি।

 

আগামীকাল শুক্রবার সকালে পুতিন-মোদি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

এই সফরেই ভারত থেকে সম্প্রচারিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল উদ্বোধন করবেন পুতিন। রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় যোগ দিয়ে রাত ৯টার দিকে দেশ ছাড়ার কথা তার।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, পুতিনের সঙ্গে একটি বড় ব্যবসায়ী দলও ভারত এসেছে। ভারতের অন্যতম পুরোনো কৌশলগত অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নিয়ে রুশ ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করবেন।

বিপি/ এএস